ধর্নামঞ্চে হামলার অভিযোগ! ভাইরাল অডিয়ো-কাণ্ডে গ্রেফতার সিপিএম যুব নেতা কলতান



জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো শুক্রবারই প্রকাশ্যে আসে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বড়সড় হামলার চক্রান্ত চালাচ্ছে বামেদের একটি যুব সংগঠন।  দুই নেতার মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে এমনই দাবি করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷  রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ৷ সেই ঘটনায় এ বার গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে।