RG Kar Case CBI: সন্দীপের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত টালার প্রাক্তন ওসি? বড় অভিযোগ, দুজনেরই সিবিআই হেফাজত





আরজি কর খুন এবং ধর্ষণ মামলায় আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে সিবিআই হেফাজতে পাঠাল আদালত।

অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ১৭ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল সিবিআই। এই প্রসঙ্গে সিবিআই আদালতে সওয়াল করে, উনি (টালা থানার ওসি) অভিযুক্ত নন, উনি বিহত্তর ষড়যন্ত্র জড়িত। টালা থানার সম্পর্কে সিবিআই আরও বলে, “ওনার সন্দীপের সঙ্গে অনবরত যোগাযোগ ছিল। উনি একজন অফিসার, নিয়ম যানেন। খুন এবং ধর্ষণে মামলায় যতটা সতর্ক থাকা উচিত ছিল, সেটা করেনি”।

পাশাপাশি কর্তব্য গাফিলতির অভিযোগ তোলে  সিবিআই। সেই প্রসঙ্গে বলে “১০টায় জানাজানি হয়, উনি ১১ টায় আসেন। এফআইআর হয় রাত সাড়ে ১১টায়”। পাশাপাশি প্রমাণ লোপাটেরও অভিযোগ তোলে সিবিআই।