রাতভর ‘অত্যাচার’ করতেন সন্দীপ! ফের নয়া ‘কীর্তি’ ফাঁস, শুনলে শিউরে উঠবেন !



আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের কীর্তির যেন শেষ নেই! তাঁর জমানায় হাসপাতালে হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। এবার যেমন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক এক অভিযোগ আনা হল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে কর্মরত থাকাকালীন সন্দীপ (Sandip Ghosh) রূপান্তরকামীদের যৌন নিগ্রহ করতেন বলে অভিযোগ!

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে এই নিয়ে একজন রূপান্তরকামী মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদে কর্মরত থাকাকালীন সমাজমাধ্যমের দ্বারা বহু রূপান্তরকামীর নম্বর জোগাড় করতেন সন্দীপ। এরপর তাঁদের ডেকে পাঠাতেন ওই চিকিৎসক।