Sandip Ghosh CBI Case: বিরাট 'ষড়যন্ত্র'...? পিছনে কে, কারা...? আরজি কর কাণ্ডে কেন সন্দীপ ঘোষ? এবার বিস্ফোরক 'দাবি' সিবিআইয়ের !
প্রশ্ন ১) সন্দীপ ঘোষ ঘটনার দিন অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলেছিলেন নির্যাতিতার পরিবারকে জানাতে। কিন্তু সেখানেও কেন এত অসঙ্গতি? কখনও বলা হয় মেয়ে অসুস্থ। কখনও বলা হয় দ্রুত আসুন মেয়ে সুইসাইড করেছে। কেন এমন হয়েছে? পিছনে কি কোনও গভীর ষড়যন্ত্র?
প্রশ্ন ২ ) প্রথম থেকে ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা লক্ষ্য করা গিয়েছে আরজি কর অধ্যক্ষ হিসেবে সন্দীপের বক্তব্যে। একের পর এক হোঁচট, স্ববিরোধী উত্তর কী বড় কোনও অভিসন্ধিতে? আর সিবিআই সূত্র বলছে, এই কারণেই ক্রমশ ‘ষড়যন্ত্র অভিযোগ’ জোরালো হচ্ছে তাঁর বিরুদ্ধে।
প্রশ্ন ৩) সূত্রের খবর, প্রমাণ লোপাটে হাসপাতাল কর্তৃপক্ষ হিসাবে তাঁর ভূমিকা আছে বলেও মনে করছেন সিবিআই তদন্তকারী অফিসাররা। নয়ত কর্ডন এলাকা থেকে কীভাবে তথ্য প্রমাণ লোপাট হল? কেন? কী কারণ নেপথ্যে? উঠছে সে প্রশ্নও।
প্রশ্ন ৪) শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা সিবিআই এবার সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে জানতে চায় নৃসংশতার নজিরবিহীন এই খুন ও ধর্ষণের মামলায় আদতে কারা জড়িত? কোনও বড় মাথা কী রয়েছে এর পিছনে?
প্রসঙ্গত, দুর্নীতি মামলায় জেলেই ছিলেন তিনি। এরইমধ্যে আরজি করের ধর্ষণ ও খুনের মামলাতেও সন্দীপকে গতকাল গ্রেফতার করা হয়। সেইসঙ্গে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে সিবিআই।

0 Comments